ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে সানি লিওনের আইটেম গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে সানি লিওনের আইটেম গান সানি লিওন

একসময় প্রাপ্তবয়স্কদের উপযোগী ছবির তারকা ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এ কারণে ‘রায়ীস’ ছবির ‘লায়লা ও লায়লা’ শিরোনামের একটি আইটেম গান নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান সেন্সর বোর্ড।

কারণ এতে নেচেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। এটি মুক্তি পাবে ২০১৭ সালের জানুয়ারিতে।

ডেইলি টাইমস গত ২৪ জুলাই এ প্রতিবেদন প্রকাশ করলেও কোনো সূত্র খবরটি নিশ্চিত করতে পারেনি। রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রায়ীস’ ছবির গানটিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে সানি লিওনকে।

বেআইনিভাবে আমদানি-রপ্তানি করা এক ব্যবসায়ী আর এক পুলিশ কর্মকর্তাকে ঘিরেই এর গল্প। ছবিটিতে আরও অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকি।

‘রায়ীস’-এর জন্য রিমেক করতে আশির দশকের ছবি ‘কোরবানি’র বিখ্যাত গান ‘লায়লা ও লায়লা’র স্বত্ত্ব কিনেছেন দুই প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। আগের ছবিতে নেচেছেন বলিউড অভিনেত্রী জিনাত আমান।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।