ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পার সারাজীবনের ‘বাজিগর’ শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
শিল্পার সারাজীবনের ‘বাজিগর’ শাহরুখ শাহরুখ খান ও শিল্পা শেঠি

২৩ বছর আগে ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এতে তার বিপরীতে অভিনয় করেন সুপারস্টার শাহরুখ খান।

এরপর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। মাঝে ‘ওম শান্তি ওম’ ছবির একটি গানে কয়েক মুহূর্ত পাশাপাশি ছিলেন তারা।

২৩ বছর পর আবার একত্র হলেন শাহরুখ-শিল্পা। বলিউড বাদশার সঙ্গে তোলা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শিল্পা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘বলুন দেখি আমার পাশের বাড়িতে কে শুটিং করছেন। আমার সারাজীবনের ‘বাজিগর’ শাহরুখ খান। তোমাকে সবসময়ই দারুণ লাগে। তাই তোমাকে দেখে ভালো লাগলো। ’’ নায়ক, নস্টালজিক, স্মৃতি, প্রথম নায়ক কথাগুলোও শিল্পা লিখেছেন হ্যাশট্যাগ যুক্ত করে।

এদিকে শাহরুখ এখন ব্যস্ত ‘রায়ীস’ (মাহিরা খান) ও গৌরি শিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ (আলিয়া ভাট) ছবি দুটি নিয়ে। অন্যদিকে শিল্পা ব্যস্ত তার বই লেখা, ক্রিকেট দল ও অন্যান্য কাজ নিয়ে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।