ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘ফিরোজা বেগমকে এই দেশ মূল্যায়ন করতে পারেনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
‘ফিরোজা বেগমকে এই দেশ মূল্যায়ন করতে পারেনি’

‘ব্যক্তি ফিরোজা বেগম বা শিল্পী ফিরোজা বেগমকে এই দেশ মূল্যায়ন করতে পারেনি। বাংলাদেশের  একজন শিল্পী হিসেবে ফিরোজা বেগমের অবদান অনেক’- বলছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি।  

আগামী ২৮ জুলাই ফিরোজা বেগমের ৯০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ফিরোজা বেগম ট্রাস্টের আয়োজনে একজন বরেণ্য শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একজন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও সম্মানী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ আয়োজনকে সামনে রেখেই।  

এখানে শাফিন আহমেদ আরও বলেন, ‘আমার মা শুধু আমার মা নন। আমার জীবনে ফিরোজা বেগমের ভূমিকা ছিলো বাবা ও মায়ের। পাশাপাশি তিনি ছিলেন আমাদের গুরু। ’

পাশাপাশি ছিলেন ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের দাতা ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, ফিরোজা বেগমের ভাতিজি নজরুল সংগীতশিল্পী সুস্মিতা আনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিজনেস অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. লীনা তাপসী খান, নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ।  

প্রথমবার আয়োজিত ‘ফিরোজা বেগম স্বর্ণপদক-২০১৬’ পাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সম্মানীর আর্থিক মূল্য এক লাখ টাকা।  এ ছাড়া মেধাবী শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক ও নগদ অর্থ দেওয়া হবে ২০১৫ সালে ঢাবির সংগীত বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী পার্থ প্রতিম মিত্রকে।

আগামী ২৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক-২০১৬’ প্রদান অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
টিএস/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।