ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় ‘স্টার ট্রেক বিয়ন্ড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ঢাকায় ‘স্টার ট্রেক বিয়ন্ড’

হলিউডের সফল সায়েন্স ফিকশন ফ্রাঞ্চাইজি ‘স্টার ট্রেক’-এর ১৩তম ছবি ‘স্টার ট্রেক বিয়ন্ড’ এখন হলিউড মাতাচ্ছে। ব্লকবাস্টার ছবিটি ঢাকায় নিয়ে এসেছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস।

এখানে আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে এটি।  

জাস্টিন লিন পরিচালিত ছবিটি হলো ‘স্টার ট্রেক’ রিবুট সিরিজের তৃতীয় পর্ব। আগের দুটি হলো ‘স্টার ট্রেক’ (২০০৯) ও ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ (২০১৩)।  

এবারও ক্যাপ্টেন জেমস টি. কার্ক ও কমান্ডার স্পক চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ক্রিস পাইন ও জাকারি কিন্টো। এ ছাড়া আছেন সিমন পেগ, কার্ল আরবান, জোয়ি স্যালডানা, জন চো ও অ্যান্টন ইয়েলচিন। নতুন যোগ দিয়েছেন ইডরিস অ্যালবা ও সোফিয়া বুটেলা। এটাই এক মাস আগে গাড়ি দুর্ঘটনায় নিহত ইয়েলচিনের শেষ ছবি। ছবিটি উৎসর্গ করা হয়েছে তার ও ‘স্টার ট্রেক’ তারকা লিওনার্ড নিময়ের স্মৃতির প্রতি।  

অভিনয় নৈপুণ্য ও ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য ‘স্টার ট্রেক বিয়ন্ড’ ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সাড়ে ১৮ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি আয় করে ফেলেছে ৮ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার।  

ঢাকায় মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্লকবাস্টার সিনেমাসে আমন্ত্রিত অতিথিদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।