ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হঠাৎ চড় খেলেন জাস্টিন টিম্বারলেক (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
হঠাৎ চড় খেলেন জাস্টিন টিম্বারলেক (ভিডিও) জাস্টিন টিম্বারলেক

ডান গালে কষে চড় খেলেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক! গত ২৫ জুলাই সিয়েরা নেভাদার লেক তাহোইয়ে ২৭তম আমেরিকান সেঞ্চুরি চ্যাম্পিয়নশিপে এ ঘটনার সম্মুখীন হন তিনি।

জানা গেছে, গলফ খেলে ভিড় ঠেলে ফেরার পথে হঠ‍াৎ চড় খেয়ে হতভম্ব হয়ে যান টিম্বারলেক।

কী হলো এটা আর কেনো হলো তা ভেবে বিস্ময় জাগলো ৩৫ বছর বয়সী এই তারকার অভিব্যক্তিতে। নিরাপত্তা কর্মীরা তড়িঘড়ি তাকে সরিয়ে নিলেও পরে তিনি অজ্ঞাত ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, ‘ভাই, চড় মারলেন কেনো?’

জানা গেছে, চড় মারা ব্যক্তি মাঠ ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। এরপর ক্ষুব্ধ হয়ে বেসামাল আচরণ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে।  

চড় খাওয়ার পরও উদযাপনের মেজাজে ছিলেন টিম্বারলেক। গলফে ৩৫ পয়েন্ট নিয়ে ২১তম হয়েছেন টিম্বারলেক। এরপর আলফনো রিবেইরো ও স্টিফেন কারির সঙ্গে সংক্ষিপ্ত নাচের বিরতিতে অংশ নেন তিনি।

এদিকে জাস্টিন টিম্বারলেকের ‘কান্ট স্টপ দ্য ফিলিং’  গানটি সাড়া জাগিয়েছে। বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে চার নম্বরে ও বিলবোর্ড হট পপ সংস চার্টে ছয় নম্বরে আছে এটি।

* জাস্টিন টিম্বারলেককে চড় মারার ভিডিও :
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।