ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে জন অ্যাব্রাহাম ও ধোনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
একসঙ্গে জন অ্যাব্রাহাম ও ধোনি মহেন্দ্র সিং ধোনি ও জন অ্যাব্রাহাম

বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম এখন দিল্লিতে ‘ঢিশুম’ ছবির প্রচারণায় ভীষণ ব্যস্ত। এর মধ্যেই একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার জন্য কিছু সময় বের করছেন তিনি।

কারণ এতে থাকবেন তার ঘনিষ্ঠ বন্ধু ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বেশকিছু অনুষ্ঠানের জন্য জন পুরো সপ্তাহ বরাদ্দ রাখলেও ধোনি আছেন জেনে একদিন ফাঁকা করে ফেলেছেন তিনি। একফ্রেমে দুই বন্ধুকে দেখতে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিজ্ঞাপনটি একটি মোটরসাইকেলের। দীর্ঘদিন ধরে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন জন। ৪৩ বছর বয়সী এই তারকা যে মোটরসাইকেল প্রেমী তা সব ভক্তই জানে। ‘ধুম’ ছবিতে তাকে মোটরসাইকেল চালানোর চোখধাঁধানো কয়েকটি দৃশ্যে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।