ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রেগে গেলেন আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
রেগে গেলেন আলিয়া আলিয়া ভাট

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিজের প্রেমের ঢালাও গুজবের কারণে ক্ষেপে গেলেন অভিনেত্রী আলিয়া ভাট। সম্পর্ক নিয়ে তারা বরাবরই মুখে কুলুপ এঁটে রাখেন।

সম্প্রতি গুঞ্জন ছড়ায়, পার্টির আয়োজন করে সিদ্ধার্থর সঙ্গে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা।

গুজবটি আলিয়া শুধু উড়িয়েই দেননি, এ খবর কানে যেতেই মেজাজ বিগড়ে গেছে তার। বলা যায় রেগে আগুন হয়ে গেছেন তিনি। এক সাক্ষাৎকারে গুঞ্জনটিকে পুরোপুরি জঘন্য বলে মন্তব্য করেছেন। তার মতে, সিদ্ধার্থ এমন কেউ নন যিনি যুক্তরাজ্য থেকে মুম্বাইয়ে স্থায়ী হয়েছেন! ‘এক ভিলেন’ তারকাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন দেখেন না তিনি।

আলিয়া আরও মন্তব্য করেন, সিদ্ধার্থ যদি তার প্রেমিক হয়েও থাকেন তাহলে পার্টি দিয়ে তাকে পরিচয় করাবেন না। কারণ পার্টি আয়োজনে তিনি মোটেই অভ্যস্ত নন। আলিয়ার ভাষ্য, সিদ্ধার্থ নতুন কিছু অর্জন করেননি যে তাকে অন্যদের দেখাতে হবে।

বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।