ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকাকে নিয়ে প্রমোদতরীতে ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
প্রেমিকাকে নিয়ে প্রমোদতরীতে ডিক্যাপ্রিও লিওনার্ডো ডিক্যাপ্রিও ও নিনা আগডাল

অস্কারজয়ী অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও ও তার কথিত প্রেমিকা ডেনিশ মডেল নিনা আগডালকে বন্ধুদের নিয়ে সময় কাটাতে দেখা গেলো ইবিজা দ্বীপের একটি বিলাসবহুল ইয়টে। বন্ধুদের মধ্যে বিখ্যাত হলেন লিওনার্ডোর বন্ধু ‘স্পাইডারম্যান’ তারকা টোবি ম্যাগয়ার।

‘দ্য রেভেন্যান্ট’ তারকা ডিক্যাপ্রিও সময়টা দারুণ উপভোগ করেছেন। প্রেমিকা ও বন্ধুদের সঙ্গে নিয়ে উপকূলে পাল তুলে সাগরে ভেসেছেন তিনি। খবর এইস শোবিজের।

সমুদ্র ভ্রমণের পর সবাইকে নিয়ে দ্বীপটির একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করেছেন লিওনার্ডো। সেখানেও আনন্দময় সময় কাটিয়েছেন এই কপোত-কপোতি।

এতোদিন ভাবা হচ্ছিলো, নিনার সঙ্গে আর সম্পর্ক নেই ডিক্যাপ্রিওর। কারণ গত সপ্তাহে অনুষ্ঠিত তারকাখচিত দাতব্যসেবার জমকালো অনুষ্ঠানে ৪১ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে দেখা যায়নি তাকে। তার ওপর এই আয়োজনে বেশ ক'জন সুন্দরীর মাঝে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তিনি।

গত ১৪ জুলাই মার্কিন গায়ক অ্যাডাম লেভিনের প্রাক্তন প্রেমিক‍া ২৪ বছর বয়সী নিনার সঙ্গে মালিবুর একটি সম‍ুদ্রতীরে চুম্বনরত অবস্থায় ও সাঁতার কাটতে দেখা গেছে ডিক্যাপ্রিওকে।

গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ডিক্যাপ্রিওর সঙ্গে পরিচয় নিনার। এরপর জুনে নিউইয়র্কে তাদেরকে একসঙ্গে দেখা যায়। তখন আর বুঝতে বাকি নেই ডাল মে কুছ কালা হ্যায়!

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।