ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বলিউডেই থাকছেন নার্গিস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বলিউডেই থাকছেন নার্গিস নার্গিস ফাখরি

নিন্দুকদের থামালেন অভিনেত্রী নার্গিস ফাখরি। বলিউড ছাড়ার গুঞ্জন অস্বীকার করলেন তিনি।

এটা নাকি ভিত্তিহীন গুজব। অভিনয় ছাড়ার কোনো ইচ্ছে বা পরিকল্পনা কিছুই তার নেই।  

প্রেমিক উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর থেকে মুখরোচক খবরের শিরোনামে ও আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন নার্গিস। অভিনেত্রী নার্গিস ফাখরি এখনও বলিউডে আছেন? নাকি চিরদিনের জন্য বলিউড ছেড়ে আমেরিকায় ফিরে গেছেন? 

গত কিছুদিন এটাই ছিলো আলোচনার অন্যতম বিষয়। গত ২৭ জুলাই ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, চিরদিনের জন্য বলিউড ছেড়ে মার্কিন মুলুকে স্থায়ী হয়েছেন ‘রকস্টার’ তারকা! 

নার্গিসকে সবশেষ দেখা গেছে ‘আজহার’ ও ‘হাউজফুল থ্রি’ ছবিতে। এ দুটি ছবির প্রচারণা করতে গিয়ে মাঝামাঝি অসুস্থতার কথা বলে দূরে সরে যান তিনি। এরপর থেকে বেশ কিছুদিন তার কোনো খোঁজ নেই! তাই অনেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ছড়িয়ে দিয়েছে বলিউড ছেড়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা। তার নাকি আর অভিনয়ে ফেরার ইচ্ছে নেই। এপ্রিল মাস হলে না হয় বোঝা যেতো বোকা বানানোর খবর এটা। কিন্তু জুলাইয়ে এ ধরনের খবর হতবাক করে দিয়েছে সবাইকে।  

তবে বৃহস্পতিবার (২৮ জুলাই) টুইটারে নার্গিস লিখেছেন, “যুক্তরাষ্ট্রে আমার বাকি কাজগুলো শেষ করার জন্য এসেছি। কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ফিরে ‘বাঞ্জো’ ছবির প্রচারণায় অংশ নেবো। ” 

‘ব্যাঞ্জো’র পোস্টারও শেয়ার দিয়েছেন নার্গিস। এটি রবি যাদব পরিচালিত মিউজিক্যাল অ্যাকশন ধাঁচের ছবি। এতে ডিজে চরিত্রে দেখা যাবে নার্গিসকে। তিনি অভিনয় করেছেন রিতেশ দেশমুখের বিপরীতে। এর মাধ্যমে বলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন রিতেশ।  

এদিকে উদয় বলেন, ‘সাধারণত আমি গুঞ্জন নিয়ে মাথা ঘামাই না। কিন্তু গণমাধ্যমগুলো এখন যেসব আজেবাজে খবর ছাপা শুরু করেছে তাতে আমি শুধু এটুকু বলতে চাই নার্গিস আর আমি এখনও ভালো বন্ধু। ’

* ‘ব্যাঞ্জো’ ছবির ট্রেলার : 

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।