ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কাজে ফিরলেন প্রীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
কাজে ফিরলেন প্রীতি প্রীতি জিনতা

‘ভাইয়াজি সুপারহিট’ ছবির শুটিং শুরু করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এর মাধ্যমে তিন বছর পর কাজে ফিরেছেন তিনি।

নিজের দুই সহশিল্পী সানি দেওল ও আমিশা প্যাটেলের সঙ্গে সেটে তোলা কিছু স্থিরচিত্র  গত ২৭ জুলাই ফেসবুকে শেয়ার করেছেন প্রীতি। ক্যাপশনে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, “ফিরলাম ‘ভাইয়াজি সুপারহিট’-এর সেটে। মুম্বাইয়ে সানি দেওল, আমিশা প্যাটেল ও পরিচালক নীরাজ পাঠকের সঙ্গে হৈহুল্লোড়ে সময় কাটছে। উচ্ছ্বাস নিয়ে কাজটা করতে দারুণ লাগছে। ”

২০১২ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। তবে বেশকিছু কারণে বারবার এর কাজ পিছিয়ে যায়। নতুন প্রযোজক যুক্ত হওয়ায় আবার শুটিং শুরু হলো। গল্পটা এক গ্যাংস্টারকে ঘিরে যে অভিনেতা হতে চায়।

সবশেষ ২০১৩ সালে ‘ইশক ইন প্যারিস’ ছবিতে দেখা গেছে প্রীতিকে। এ বছরের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্যবসায়ী জেনে গুডেনাফকে চুপিসারে বিয়ে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।