ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘রবি ক্রিকেট ৩৬০’ দেখলে ক্রিকেটারদের সঙ্গে সেলফি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
‘রবি ক্রিকেট ৩৬০’ দেখলে ক্রিকেটারদের সঙ্গে সেলফি!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়সহ ক্রিকেট অঙ্গনের সঙ্গে সম্পৃক্তদের জানা-অজানা তথ্য নিয়ে চলছে ধারাবাহিক অনুষ্ঠান ‘রবি ক্রিকেট ৩০৬’। এ অনুষ্ঠানের কুইজে অংশগ্রহণ করে বিজয়ী হলে প্রিয় কিকেট তারকার সঙ্গে দেখা ও সেলফি তোলার সুযোগ পাওয়া যাবে।

‘রবি ক্রিকেট ৩০৬’ সাজানো হয় তিনটি পর্বে। প্রথমে থাকে তারকার ছেলেবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত প্রামাণ্যচিত্র। দ্বিতীয় পর্বে তারকার সেরা বোলিং বা সেরা ব্যাটিং দেখানো হয়। পাশাপাশি একজন ক্রিকেট কোচ ক্রিকেটের টিপস অ্যান্ড টেকনিক নিয়ে আলোচনা করেন। সবশেষে থাকে ক্রিকেট তারকাকে নিয়ে তার আত্বীয়, বন্ধু বা ভক্তদের কথা।

মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটির এবারের অতিথি জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি থাকবেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। ‘রবি ক্রিকেট ৩০৬’ অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচার হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।