ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মা হচ্ছেন লিন্ডসে লোহান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
মা হচ্ছেন লিন্ডসে লোহান! লিন্ডসে লোহান

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের বাবা মাইকেল লোহান জানিয়েছেন, তার কন্যা মা হতে যাচ্ছেন। অনাগত সন্তানের বাবা রুশ ধনকুবের ইগোর তারাবাসোভ।

একটি মেসেজের মাধ্যমে সন্তানসম্ভবা হওয়ার খবরটি বাবাকে জানান লিন্ডসে। তিনি লিখেছেন, ‘ড্যাডি, আই অ্যাম প্রেগন্যান্ট। ’ নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। মাইকেল বলেছেন, ‘ও আমাকে টেক্সট করে এ খবর দিলো। জানি না কতোদিন ধরে সে অন্তঃসত্ত্বা। ’

যোগ করে মাইকেল আরও বলেন, ‘ও আমাকে বলেছে সে মা হচ্ছে। ওকে বিশ্বাস না করার মতো কোনো কারণ নেই। যদিও আমি সামান্য হতভম্ব হয়ে পড়েছিলাম। কিন্তু এটা প্রত্যাশিতই ছিলো। ওর বয়স ৩০ বছর। ও সবসময় সন্তান চায়। ও শিশুদের ভালোবাসে। যাদের সঙ্গে তার সম্পর্ক ছিলো তাদের প্রত্যেকের সন্তান আছে এবং আমার মেয়ে তাদের খুব ঘনিষ্ঠ। ওর মধ্যে মাতৃত্বের গুণাবলি প্রবল। ’

যদিও লিন্ডসে ক’দিন আগে দাবি করেন, ২৩ বছর বয়সী ইগোর তার সঙ্গে প্রতারণা করেছেন।  একটি সূত্রের দাবি, প্রেমিক যেন সম্পর্কের ইতি না টানেন সেজন্য মা হতে যাওয়ার মিথ্যা খবর প্রচার করছেন তিনি। তাকে ইগোর নিয়ন্ত্রণ করতে চান অভিযোগ তুলে মাইকেল বলেন, ‘ও ভালো করছিলো। কিন্তু ইগোর আসার পর সে-ই ম্যানেজার হতে চাইছে। আমার মেয়ে প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছে। এই যেমন হলিউড অভিনেতা টম সিজমোর আমার কাছে বিশাল ক্যানভাসের একটি ছবিতে কাজের প্রস্তাব পাঠিয়েছে লিন্ডসেকে দেওয়ার জন্য। কিন্তু ইগোর সেটা ফিরিয়ে দিয়েছে। ’

এদিকে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টুইটারে প্রেমিকের বিরুদ্ধে আনা নানান অভিযোগগুলো মুছে ফেলেছেন লিন্ডসে লোহান। এসব পোস্টের জন্য তিনি ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন। তিনি লিখেছেন, বন্ধুরা আমি ভালো আছি। সাম্প্রতিক ব্যক্তিগত বিষয়গুলো ভাগাভাগির কারণে দুঃখিত। আমরা সবাই ভুল করি। কিন্তু আমি জনসম্মুখে সব বলে ফেলি।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।