ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ওড়নায় মুখ লুকিয়ে নার্গিসের ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ওড়নায় মুখ লুকিয়ে নার্গিসের ফেরা নার্গিস ফাখরি

বলিউড ছেড়ে দেওয়ার গুঞ্জন উড়িয়ে ভারতে ফিরলেন  অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে হতবাক করার মতো ব্যাপার হলো, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ওড়নায় মুখ ঢেকে রেখেছিলেন তিনি!

নার্গিস সম্প্রতি গ্রিসে বেড়াতে গিয়েছিলেন।

গত ৫ আগস্ট মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা গেছে তাকে। চলতি বছরের মে মাসে ভারত ছেড়েছিলেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।  ‘আজহার’ ও ‘হাউসফুল থ্রি’ ছবির প্রচারণার সময় অসুস্থতার দোহাই দিয়ে রহস্যজনকভাবে সরে যান তিনি।

তখন ভারতের ট্যাবলয়েডগুলো ছেপেছিলো, প্রেমিক উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার বিষণ্নতা কাটাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন নার্গিস। তবে গত ১৮ মে উদয় টুইটারে লিখেছেন, ‘এর শেষ টানা উচিত। ও আর আমি ঘনিষ্ঠ বন্ধু। চারদিকে যেসব গুজব উড়ছে সেগুলোর আদতে কোনো ভিত্তি নেই। ’

এদিকে ‘রকস্টার’ তারকা নার্গিস গত ২৮ জুলাই টুইটারে জানান, শিগগিরই ভারতে ফিরে নিজের নতুন ছবি ‘ব্যাঞ্জো’র প্রচারণা চালাবেন। তিনি লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে আমার হাতের কাজগুলো শেষ করার জন্য এসেছি। কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ফিরে ‘ব্যাঞ্জো’ ছবির প্রচারণা শুরু করবো। বলিউড ছাড়ার পরিকল্পনা নেই, সব ভিত্তিহীন গুজব। ’

ভারতে ফিরে প্রতিশ্রুতি রেখেছেন নার্গিস। ‘বাঞ্জো’তে তার সহশিল্পী রিতেশ দেশমুখ। এটি মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বর। সবশেষ ‘ঢিশুম’ ছবিতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে দেখা গেছে তাকে।  

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকাস নেক্সট টপ মডেল’ দিয়ে আলোচনায় আসা নার্গিসের হাতে আছে ‘ফাইভ ওয়েডিংস’ নামে হলিউডের একটি ছবি। এটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নির্মাতা নম্রতা সিং গুজরাল।

এর আগে গত বছর মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন-কমেডি ছবি স্পাইতে দেখা গেছে নার্গিসকে। এতে তার চরিত্রটি স্বল্প উপস্থিতির হলেও এবারের ছবিতে মূল নায়িকা থাকছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।