ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রান্নাঘরে ব্যস্ত ঈশানা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
রান্নাঘরে ব্যস্ত ঈশানা! ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাজানো গোছানো সাদা একটি রান্নাঘরে মডেল-অভিনেত্রী ঈশানা। তার সামনে চুলা ও কিছু কুকওয়্যার।

রান্নার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার সামনে ক্যামেরা। রান্নাঘরে তাকে সহযোগিতা করছেন মডেল সাইফ আলী খান।

ক্যামেরা রোল হতেই চুলাতে বসানো কুকওয়্যারে থাকা সবজি নাড়তে থাকেন সাইফ। রান্না করা হচ্ছে তরকারি। ঈশানা তরকারি চেখে দেখলেন এবং সাইফকে বললেন, ‘খুব ভালো হয়েছে। ’ এরপর দু’জনে সেলফি তোলায় মাতলেন।

শনিবার (৬ আগস্ট) বিএফডিসির ১ নং শুটিং ফ্লোরে রান্নাঘরের সেট বানিয়ে দৃশ্যধারণ হলো ‘হেমকো কুওয়্যার’-এর একটি বিজ্ঞাপনচিত্র। এ প্রসঙ্গে ঈশানা বাংলানিউজকে বললেন, ‘প্রায় এক বছর পর আবার বিজ্ঞাপনে কাজ করছি। এখানে আমার খুব প্রিয় অভিনেত্রীদের একজন দিলারা জামানও আছেন। আমি তাকে মা বলে ডাকি। মূলত জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনে এক দম্পতি ও মাকে দেখানো হবে। ’

যোগ করে ঈশানা আরও বললেন, ‘সম্প্রতি বেশ কিছুদিনের জন্য কলকাতায় গিয়েছিলাম ব্যক্তিগত কাজে। দেশে ফিরে এই বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু করলাম। ’

শাহরিয়ার শাকিলের চিত্রনাট্য ও দিদারুল ইসলাম সম্রাটের নির্দেশনায় এই বিজ্ঞাপনের জিঙ্গেল সুর করেছেন আবিদ রনি, গেয়েছেন সোহান। গাঙচিল অ্যাডভার্টাইজিংয়ের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

গত বছর গাজী শুভ্রর নির্দেশনায় গোদরেজ হেয়ার কালারের বিজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টিটোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার সঙ্গে মডেল হন ঈশানা। এ ছাড়া হুমায়ূনের নির্দেশনায় বাটারফ্লাই ফ্রিজের একটি বিজ্ঞাপনচিত্রেও মডেল হন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’খ্যাত এই অভিনেত্রী।  

এদিকে কলকাতায় যাওয়ার আগে ঈদুল আজহার একটি টেলিছবি ও একটি একক নাটকে অভিনয় করেছেন ঈশানা। তারিক আল হারুণের ‘ফোকাল পয়েন্ট’ নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। অন্যটি বিপুল রায়হানের টেলিছবি ‘ময়নাগুড়ি টি স্টেট’। এতে তার সহশিল্পী শাহেদ শরীফ খান, হিল্লোল ও নওশীন নাহরীন মৌ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।