ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পর্দায় একসঙ্গে নতুন চারটি ধারাবাহিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
পর্দায় একসঙ্গে নতুন চারটি ধারাবাহিক

নতুন চারটি ধারাবাহিক নাটক, প্রত্যেকটির আছে আলাদা নাম। তবে সবই যেন একসূত্রে গাথা! তাই চারটির সম্মিলিত রূপকে বলা হচ্ছে ‘আমাদের জীবনের গল্প’।

ধারাবাহিকগুলো হলো আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘দ্য কর্পোরেট’, লিটু সাখাওয়াতের রচনা ও তৌহিদ খান বিপ্লবের পরিচালনায় ‘বারান্দায় রোদ্দুর’, আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় ‘কম-ইউনিটি’।

দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন এই চারটি ধারাবাহিক নাটক। এ উপলক্ষে শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে অংশ নেন নাটকগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা।

অভিনয়শিল্পীদের মধ্যে এসেছিলেন রহমত আলী-ওয়াহিদা মল্লিক জলি দম্পতি, শহীদুজ্জামান সেলিম, হিল্লোল-নওশীন দম্পতি, নির্মাতা আলভী আহমেদ, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, হিমে হাফিজ, মাজনুন মিজান, শাহাদাত হোসেন, রাশেদ মামুন অপু, রাজীব সালেহীন, তুষার মাহমুদ, বিথী সরকার। ছিলেন কণ্ঠশিল্পী সিঁথি সাহাও।

এ ছাড়া ছিলেন আরিফ হাসান (উপ-ব্যবস্থাপনা পরিচালক, দেশ টিভি), মাসুদুজ্জামান (পিআর প্রোডাকশন প্রধান), ইরেশ যাকের (নির্বাহী পরিচালক, গ্রুপ এম ই্এসপি), রবিউল করিম (অনুষ্ঠান প্রধান, দেশ টিভি), কামরুল হাসান (ব্যবস্থাপক, ধ্বনিচিত্র), রানা সিনহা ( হেড অব মার্কেটিং, দেশ টিভি)। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল-অভিনেত্রী আমব্রিন।

আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘দ্য কর্পোরেট’ নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, হিল্লোল, উর্মিলা, মৌটুসী বিশ্বাস, সমাপ্তি মাসুক, রাশেদ মামুন অপু, তাজিন আহমেদ, নাফিসা চৌধুরী নাফা, ডায়না, মাসুদা বিজলি, তুষার মাহমুদ, মোস্তাফিজ শাহীন। এটি প্রচার হবে প্রতি শনি থেকে সোমবার রাত সাড়ে ১০টায়।

‘বারান্দায় রোদ্দুর’-এ অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, ফারুক আহমেদ, সানজিদা প্রীতি, শাহাদাত হোসেন,  এ্যালেন শুভ্র, শাকিলা আক্তার, বিথী সরকার, চিত্রলেখা গুহ, আরমান পারভেজ মুরাদ, শ্যামল মওলা, সুষমা সরকার ও অনেকে। এটি প্রচার হবে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে।

‘কম-ইউনিটি’ নাটকে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, কুমকুম হাসান, অপূর্বা, জোভান, আব্দুল হান্নান সেলি, শামীমা নাজনীন, অপর্ণা, শর্মীমালা, নিশা, নীলাঞ্জনা নীলা, সাজ্জাদ, আব্দুল্লাহ রানা, তন্নি, সাবরিনা, শাওন, অশিন, প্রনিলসহ অনেকে। এটি প্রচার হবে প্রতি শনি থেকে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে।

মাসুম শাহরীয়ারের রচনা ও গোলাম মুক্তাদিরের পরিচালনায় ‘উৎসব’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, আজাদ আবুল কালাম, নাজনীন হাসান চুমকী, রাজীব সালেহীন, হিমে হাফিজ, দ্বীপ, নাদিয়া আহমেদ প্রমুখ। এটি প্রচার হবে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।