ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বন্ধুত্ব নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
বন্ধুত্ব নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য ছবি

বন্ধুত্ব দিবস উপলক্ষে ছোট পর্দার নির্মাতা আরিফ এ আহনাফ পরিচালনা করলেন চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মূলত বন্ধুর গুরুত্ব সবার সামনে তুলে ধরার প্রয়াসেই তৈরি হয়েছে এগুলো।

‘জার্নি টু ফ্রেন্ডশিপ’ ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত হয়ে পড়েছে কয়েকজন বন্ধু। কারও সঙ্গে তেমন যোগাযোগ হয় না। হঠাৎ এক বন্ধুত্ব দিবসে তারা পরিকল্পনা করে পুরনো আড্ডা দেওয়ার জায়গায় যায়। এটি লিখেছেন আরিফ এ আহনাফ নিজেই। অভিনয় করেছেন আরিফ এ আহনাফ, অন্তু, নাবিলা ইসলাম প্রমুখ।  

‘নন্দিনীর নন্দা’র গল্পটা এমন- ফুলবিক্রেতা একটি বাচ্চা মেয়ের সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হয় নন্দিনীর। মেয়েটির কাছ থেকে ফুল কেনে সে। এভাবে প্রতিদিনই ফারিয়া ওই রাস্তা দিয়ে মোড়ে পৌঁছালেই মেয়েটি এসে হাজির হয়। একসময় ফারিয়া ও নন্দার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের এই অসম বন্ধুত্ব এতটাই গভীর হয়েছে যে কেউ কাউকে না দেখে থাকতে পারে না। হঠাৎ একদিন ফারিয়া নন্দাকে রাস্তায় না দেখতে পেয়ে খোঁজ নিয়ে ওর বাড়িতে চলে যান। এ গল্পটি লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে নন্দিনী চরিত্রে শবনম ফারিয়া আর নন্দার ভূমিকায় অভিনয় করেছেন টোকাই নাট্যদলের সদস্য জান্নাত।

‘ক্যাম্পাস লাইফ দ্য টেস্ট অব র‌্যাগ’ ছবির গল্পে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বড় ভাইবোনদের কাছ থেকে জুনিয়ররা সবসময়ই নাস্তানাবুদ হয়ে থাকে। যাকে বলে র‌্যাগ। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের জীবন দুর্বিষহ করে দেয় তার সিনিয়ররা। কমবেশি আমাদের জীবনে এরকম অবস্থা হয়েই থাকে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির।

‘এক পশলা বৃষ্টি’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তারকা দম্পতি নাদিয়া ও নাঈম।  

* ‘জার্নি টু ফ্রেন্ডশিপ’ দেখতে ক্লিক করুন : 

* ‘ক্যাম্পাস লাইফ দ্য টেস্ট অব র‌্যাগ’ দেখতে ক্লিক করুন :

* ‘নন্দিনীর নন্দা’ দেখতে ক্লিক করুন : 

* ‘এক পশলা বৃষ্টি’ দেখতে ক্লিক করুন : 

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।