ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বান্দরবান থেকে কক্সবাজারে নিরব-মম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
বান্দরবান থেকে কক্সবাজারে নিরব-মম ‘ভালোবেসে তোর হবো’ ছবিতে মম ও নিরব

চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী জাকিয়া বারী মম জুটির প্রথম ছবি ‘ভালোবেসে তোর হবো’র চিত্রায়ন শুরু হয়েছে। বান্দরবানে এর শিরোনাম-গানের তালে নেচেছেন তারা।

বান্দরবানের নিসর্গে রিজুক ঝরণা ঘেষে কাজ করেছেন নিরব-মম। পাহাড়ের ওপর দাঁড়িয়েও নাচতে দেখা গেছে তাদেরকে। দু’জনের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এমন কয়েকটি ছবি।

বান্দরবান থেকে নিরব ও মম পৌঁছেছেন কক্সবাজারে। রোববার (৭ আগস্ট) এ খবর জানা গেছে। এখানেও একটি গানের চিত্রায়ন হবে। দুটি গানের নৃত্য পরিচালনা করছেন তানজিল।

‘ভালোবেসে তোর হবো’ ছবিটি পরিচালনা কে করবেন তা এখনও জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া ফিল্মস। তবে বান্দরবান ও কক্সবাজারে এ দায়িত্ব সমন্বয় করছেন আতিক রহমান। ধারণা করা হচ্ছে, তিনিই পেতে যাচ্ছেন পরিচালনার দায়িত্ব।

আগামী ১১ আগস্ট নিরব-মম ও পুরো ইউনিটের ঢাকায় ফেরার কথা রয়েছে। ছবিটির দ্বিতীয় দফার কাজ হবে ঈদুল আজহার পর।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।