ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

জঙ্গল কিনবেন মৌসুমী হামিদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
জঙ্গল কিনবেন মৌসুমী হামিদ! মৌসুমী হামিদ, ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘একটা জঙ্গল কিনবো! কিনে এখানে লুকিয়ে থাকতে চাই সব অস্থিরতা থেকে পালিয়ে যেতে’- ফেসবুক লিখেছেন মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ। সঙ্গে জঙ্গলে ঘুরে বেড়ানোর ছবিও পোস্ট করেছেন তিনি।

শুধু জঙ্গল নয়; পাশাপাশি ভারতের কালিম্পংয়ে মেঘ, পাহাড়, চা বাগানও ঘুরে দেখেছেন মৌসুমী। মেঘের সঙ্গে ছবি তুলে তিনি লিখেছেন, ‘মেঘে মেঘে আমি’। আবার মেঘের আবেশে নেচে বেড়িয়ে লিখলেন ‘মেঘের দেশে মেঘকন্যা। '

গত ২৭ জুলাই মৌসুমী হামিদ ভারতে বেড়াতে গিয়েছিলেন। এরপর তিনি ঘুরে বেড়িয়েছেন কলকাতাসহ বিভিন্ন স্থানে। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থানগুলো ঘুরে বেড়ানোর সঙ্গে মনের কথা, পরিবেশ নিয়ে ভালোলাগার কথাও জানান তিনি।  

জানা গেছে, কালিম্পংয়ে বেশ কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। এর ফাঁকেই বেড়িয়েছেন তিনি।   

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।