ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির আগেই ৬০ কোটি রুপি পেলো ‘মহেঞ্জোদারো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
মুক্তির আগেই ৬০ কোটি রুপি পেলো ‘মহেঞ্জোদারো’ ‘মহেঞ্জোদারো’র দৃশ্যে পূজা হেজ ও হৃতিক রোশন

বলিউড হার্টথ্রব হৃতিক রোশনের ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘মহেঞ্জোদারো’ মুক্তির আগেই ৬০ কোটি রুপি আয় করে ফেলেছে। এর মধ্যে ৪৫ কোটি রুপি এসেছে স্যাটেলাইট স্বত্ত্ব বিক্রির মাধ্যমে।

বাকি ১৫ কোটি এনে দিয়েছে অস্কারজয়ী এ আর রাহমানের সুর করা গানগুলো।

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১২০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অর্ধেক টাকা উঠে আসায় আত্মবিশ্বাস তৈরি হয়েছে পরিচালকের মধ্যে।  

হৃতিকের বিপরীতে এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী নায়িকা পূজা হেজের। ‘মহেঞ্জোদারো’ দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সিন্ধু সভ্যতায়। আগামী ১২ আগস্ট এ ছবির সঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘রুস্তম’। বক্স অফিসে এটাই হতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে বড় লড়াই। সময়ই বলে দেবে ‘মহেঞ্জোদারো’র সাফল্য-ব্যর্থতা।

* ‘মহেঞ্জোদারো’ ছবির ‘তু হ্যায়’ গানের ভিডিও :  

* ‘মহেঞ্জোদারো’ ছবির ‘সারসারিয়া’ গানের ভিডিও :  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।