ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

চুপিচুপি ক্যাটরিনার বাড়িতে রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
চুপিচুপি ক্যাটরিনার বাড়িতে রণবীর ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ ভক্তদের জন্য সুখবর। গুঞ্জন উঠেছে, মান-অভিমান ভুলে আবার কাছাকাছি এসেছেন এই জুটি।

সম্প্রতি চুপিচুপি ক্যাটরিনার নতুন বাড়িতে প্রথমবারের মতো গিয়েছিলেন রণবীর। উভয়ের এক বন্ধু সংবাদমাধ্যমের কাছে খবরটি ফাঁস করেছেন।

বলিউড মান্ত্রাকে বিশ্বস্ত একটি সূত্র জানায়, ক্যাটের বাড়িতে অন্তত রণবীরকে কখনও দেখবেন আশা করেননি ওই বন্ধু। তবে ‘এক থা টাইগার’-এর অভিনেত্রীর কাছে ঘটনাটা মোটেই চমক মনে হয়নি। উল্টো তার মুখভঙ্গি বলে দিচ্ছিলো, তিনি জানতেন রণবীর আসবেন!

তবে রণবীর-ক্যাটের পুনর্মিলন কীভাবে হলো তা এখনও জানা যায়নি। জানা গেছে, তাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু দু’জনকে আবার কাছাকাছি আনার অনেক চেষ্টা করেছেন। সম্পর্কের পাট চুকে যাওয়ার পর নিজেদের ভালোবাসার নীড় ছেড়ে অন্যত্র ওঠেন তারা।

কিছুদিন আগে নতুন অ্যাপার্টমেন্ট উঠেছেন ক্যাটরিনা। নিজের ৩৩তম জন্মদিনে ফেসবুকে যোগ দিয়ে ফ্ল্যাটের টুকরো টুকরো চিত্রের ভিডিও পোস্ট করেন তিনি। অন্যদিকে রণবীরও ক্যাটের সঙ্গে ছাড়াছাড়ির পর নতুন বাড়িতে ওঠার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ব্যক্তিজীবনের ব্যাপারটির প্রভাব পেশাক্ষেত্রে পড়তে দেননি দু’জনে। অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’ ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন তারা। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ৭ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।