ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এশা গুপ্তার নজর হলিউডে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
এশা গুপ্তার নজর হলিউডে এশা গুপ্তা

বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে হয়তো ধীরে চলার নীতিতে অবলম্বন করেছেন অভিনেত্রী এশা গুপ্তা। তবে এখন তার নজর হলিউডের দিকে।

৩০ বছর বয়সী এই তারকার আগামী ইচ্ছে, হলিউডের ছবিতে অভিনয় করা।

এশার চেহারার সঙ্গে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির তুলনা করা হয়। ‘রাজ টু’ তারকার আশা, শিগগিরই পশ্চিমা বিশ্বে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘হলিউডের ছবিতে কাজ করতে পারলে ভালো লাগবে। এখনও কোনো কিছু চেষ্টা করিনি। কোনো আলোচনা করিনি আর অডিশনও দেইনি। তবে হলিউডের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে, এটাই আমার পরবর্তী পরিকল্পনা। ’

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের প্রশংসা করেছেন এশা। দু’জনেরই অভিষেক হতে যাচ্ছে হলিউডে। ‘জান্নাত টু’ তারকার মতে, ভারতকে বৈশ্বিকভাবে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তারা। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা ও দীপিকা যে পর্যায়ে পৌঁছেছেন তাতে তাদেরকে সম্মান করি। তারা শুধু নিজেদেরকে নয়, ভারতকে মানচিত্রের দিক দিয়ে ভিন্ন অবস্থানে নিয়ে গেছেন। আমাদের ক্রীড়াবিদদের সবাই চেনে। তবে চলচ্চিত্র তারকারা যে কারও চেয়ে অনেক বিখ্যাত। ’

যোগ করে এশা আরও বলেন, ‘মানুষ প্রধানমন্ত্রী সম্পর্কে না জানতে পারে, কিন্তু কোন তারকা কোন দেশের তা সবাই জানতে চায়। এখন যেমন মানুষ বলছে প্রিয়াঙ্কা ও দীপিকা ভারত থেকে এসেছেন। ’

এশাকে সামনে দেখা যাবে টিনু সুরেশ দেশাই পরিচালিত ‘রুস্তম’ ছবিতে। এতে তার সহশিল্পী অক্ষয় কুমার ও ইলিয়েনা ডি’ক্রুজ। এটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। তার হাতে আরও আছে বিপুল আম্রুতলাল শাহের ‘কমান্ডো টু’ (বিদ্যুৎ জামাল) এবং মিলান লুথরিয়ার ‘বাদশা’ (অজয় দেবগন, ইমরান হাশমি)।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।