ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসানের নতুন নাম ‘সেন্টিমেন্টাল সেলিম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
জাহিদ হাসানের নতুন নাম ‘সেন্টিমেন্টাল সেলিম’ জাহিদ হাসান, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেলিম ছেলেটা সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, তাই তাকে সবাই পছন্দ করে। তার একমাত্র ছোটবোন তিথি।

ভাইবোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু কিছু কিছু সময়ে অনেক উত্তেজিত হয়ে পড়ে সেলিম। তাই তাকে অনেকে সেন্টিমেন্টাল সেলিম বলেও ডাকে।  

এ গল্প নিয়ে অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান পরিচালনা করেছেন ‘সেন্টিমেন্টাল সেলিম’ নামের একটি ধারাবাহিক নাটক। তিনি নিজেই এতে অভিনয় করছেন নাম ভূমিকায়।  

তিথি চরিত্রে দেখা যাবে তাসনোভা এলভিনকে। সাজু খাদেম আছেন বিজ্ঞানী চরিত্রে।  এ ছাড়া অভিনয় করছেন নাটকে তানজিকা, নাফিসা কামাল ঝুমুর, আরফান, মনসুর আলী, ফেরদৌসী আহমেদ লিনা, নদীসহ অনেকে।

‘সেন্টিমেন্টাল সেলিম’-এর দৃশ্যায়ন চলছে। উত্তরায় এর প্রথম ধাপের কাজ হবে ১৩ আগস্ট পর্যন্ত। এটি লিখেছেন হামিদ হাসান নোমান। ধারাবাহিকটি শিগগিরই আরটিভিতে শুরু হবে।  

একই চ্যানেলে প্রচার হয়েছে জাহিদ হাসান পরিচালিত সবশেষ ধারাবাহিক নাটক ‘উড়ামন’। এটি লিখেছিলেন জাকির হোসেন উজ্জ্বল। তার লেখা ‘ভ্যাগাবন্ড’ ও ‘রাজু ৪২০’ ধারাবাহিক দুটি পরিচালনা করেছেন জাহিদ। এগুলো প্রচারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।