ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

জোভান-নদীর ‘মায়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
জোভান-নদীর ‘মায়া’ ‘মায়া’ স্বল্পদৈর্ঘ্য ছবির দৃশ্যে ফারহান আহমেদ জোভান ও নাদিয়া খানম

‘মায়া’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে জুটি বাঁধলেন ফারহান আহমেদ জোভান ও নাদিয়া খানম। সম্প্রতি এর চিত্রায়ন হয়েছে।

ছবিটির পরিচালক ভিকি জাহেদ। তিনি ‘মোমেন্টস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেন। দুটোরই প্রযোজক টাইগার মিডিয়া। পূর্ণদৈর্ঘ্য ছবির পাশাপাশি নিয়মিত স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করছেন তারা।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে জাহিদ হাসান অভি জানান, কিছুদিনের মধ্যেই ‘মায়া’র একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে আসবে। আর পুরো ছবিটি আগস্টের শেষ সপ্তাহে দেখা যাবে। সংগীত পরিচালনায় মাহামুদ হায়েত অর্পণ।

পরিচালক জানান, ‘মায়া’র গল্প প্রেমের হলেও এখানে দর্শকদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। অন্য সবকিছুর মতো ভালোবাসারও ভালো-মন্দ দুটি দিক রয়েছে। এ ছবিতে ভালোবাসার এমন একটি দিক তুলে ধরা হয়েছে, যেটা সবসময় সামনে থাকলেও গুরুত্ব দেওয়া হয় না। এতে আরও আছেন সাদিয়া সিফাত দোলা ও সৈয়দ সামিউল হক।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।