ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘প্রেম কি বুঝিনি’ ছবির অতিথি পিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
‘প্রেম কি বুঝিনি’ ছবির অতিথি পিয়া জান্নাতুল পিয়া

আবার বড় পর্দায় দেখা যাবে র‌্যাম্প মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়াকে। সুদীপ্ত সরকার পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’তে অভিনয় করেছেন তিনি।

তবে অতিথি চরিত্রে। এতে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়ক ওম ও নায়িকা শুভশ্রী।

এখন ‘আমি, তুমি, সে’ নামের একটি নাটকের কাজে কক্সবাজারে আছেন পিয়া। মাইনুল খোকন পরিচালিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করছেন নিলয়। রোববার (৮ আগস্ট) দুপুরে কক্সবাজার থেকে পিয়া মোবাইলে বাংলানিউজকে বললেন, ‘জাজ মাল্টিমিডিয়ার অনুরোধে ছবিটির একটি অংশে অভিনয় করেছি। কিছুদিন আগে এ কাজে লন্ডন গিয়েছিলাম। স্বল্প সময়ের জন্য হলেও আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাচ্ছে শুনে খুব ভালো লাগছে। ’

এদিকে পিয়া অভিনীত ‘ছিটমহল’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এইচ আর হাবিব পরিচালনা করেছেন এটি। এতে আরও অাছেন মৌসুমী হামিদ, শিমুল খান প্রমুখ।

‘প্রেম কি বুঝিনি’ পিয়ার ক্যারিয়ারের চতুর্থ ছবি। রেদওয়ান রনির ‘চোরাবালি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এ ছাড়া তার অভিনীত ‘স্টোরি অব সামারা’ আর ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবি দুটিও মুক্তি পেয়েছে।

সম্প্রতি পিয়ার ক্যারিয়ারে আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রথমবারের মতো ভোগের প্রচ্ছদকন্যা হয়েছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি তার বর্তমান ব্যস্ততা পড়ালেখা আর অফিস। সামনে বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।