ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অজয়ের আশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অজয়ের আশা অজয় দেবগন

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আশার সঞ্চার করছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। নিজের পরিচালিত ও অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘শিবায়’-এর ট্রেলার প্রকাশনার আগের দিন মুম্বাইয়ে শিশুদের মধ্যে খাবার বিতরণের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

২০২০ সালের মধ্যে দুই কোটি সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে খাবার বিতরণের আশা নিয়ে শুরু হওয়া কর্মসূচিতে উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন অজয়। তিনি বলেছেন, ‘ভারতের মতো বৃহৎ জনসংখ্যার দেশে ক্ষুধা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হোপ দূত হিসেবে যুক্ত হয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং দায়িত্ব নিয়েছি। আমরা ক্ষুধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জটিল সমস্যা মোকাবেলার প্রত্যাশা করি। ’

যোগ করে এক বিবৃতিতে অজয় বলেন, ‘একটি খাবার শিশুর বিকাশে প্রচুর প্রভাব ফেলতে পারে। পর্দায় খলচরিত্রের পরাজয় দেখতে ভালো লাগে আমাদের। ক্ষুধা দূরীকরণে যে কেউ অবদান রেখে সত্যিকারের নায়ক হয়ে উঠতে পারে। এজন্য কেএফসি স্টোরে প্রতিবার খেতে এসে ৫ রুপি করে দিলেই চলবে। ’
গত ৭ আগস্ট ইন্দোরে ‘শিবায়’ ছবির ট্রেলার প্রকাশিত হয়। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছেন সায়েশা, ইরিকা কার, আলি কাজমি, অ্যাবিগেইল ইয়ামস, বীর দাস। ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর।  

* ‘শিবায়’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।