ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বক্স অফিস সংঘর্ষ নিয়ে বিচলিত নন অজয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
বক্স অফিস সংঘর্ষ নিয়ে বিচলিত নন অজয় ‘শিবায়’ ছবির পোস্টারে অজয় দেবগন

অজয় দেবগনের ‘শিবায়’ ও নির্মাতা করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি দুটি মুখোমুখি হতে যাচ্ছে বক্স অফিসে। আগামী ২৮ অক্টোবর দিওয়ালি উপলক্ষে মুক্তি পাবে এগুলো।

এটাই এখন বলিউডের আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। তবে এ নিয়ে অজয় বিচলিত নন।

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ‘শিবায়’ ছবিতে অজয় শুধু অভিনয়ই করেননি, এটি পরিচালক হিসেবে তার দ্বিতীয় ছবি। বক্স অফিস লড়াই নিয়ে না ভেবে ছবিটির দিকেই মনোযোগ ধরে রেখেছেন বলে জানান তিনি। তার কথায়, ‘এই সংঘর্ষ কোনো ব্যাপার না, সত্যিই কোনো ব্যাপার না। আমি কি করছি তা নিয়েই বেশি ভাবি। অন্যরা কি করছে তা নিয়ে মাথা ঘামাই না। ’

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ হলো রোমান্টিক-ড্রামা। এতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। এক সাক্ষাৎকারে অজয় আরও বলেন, ‘আমার ছবি দিওয়ালিতে মুক্তির ঘোষণা দেওয়ার সময় আর কোনোটা ছিলো না। আমাদের মনে হয়েছে, এটাই যুতসই সময়। ’

‘শিবায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের নাতনি সায়েশা সায়গলের। এতে আরও অভিনয় করেছেন পোলিশ অভিনেত্রী ইরিকা কার।  এ ধরনের উচ্চাকাঙ্ক্ষী ছবিতে নতুন মুখ নেওয়াটা ঝুঁকির কি-না জানতে চাইলে সাংবাদিকদের অজয় বলেন, ‘একেবারেই না। আমার চমৎকার অভিনয়শিল্পী দরকার ছিলো। ভারতীয় মেয়েটির চরিত্রে নতুন মুখ নেবো ভেবেছি। আর অন্য একটি চরিত্রে বিদেশিনীকে দরকার ছিলো। দারুণ দুই অভিনেত্রীকে পেয়েছি। এটা আসলে অভিনয়কেন্দ্রিক ছবি। এমনকি শিশু শিল্পী অ্যাবিগেইল ইয়ামস অসাধারণ কাজ করেছে। চ্যালেঞ্জ করে বলতে পারি কেউই তার মতো অভিনয় করতে পারতো না, আমিও না। ’

২০০৮ সালে ‘ইউ মি অউর হাম’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন অজয়। এতে তার বিপরীতে ছিলেন স্ত্রী কাজল। এবার তাকে না নেওয়া প্রসঙ্গে ৪৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘ওর উপযোগী চরিত্র এ ছবিতে নেই। একজন বিদেশিনী, আর এক তরুণীকে দরকার ছিলো। ’

তুষারাবৃত পর্বত, গাড়ি, ট্রাক ও হেলিকপ্টারে রুদ্ধশ্বাস দৃশ্যে ভরা ‘শিবায়’ ছবির বেশিরভাগ দৃশ্যায়ন হয়েছে বুলগেরিয়ায়। এতে চোখধাঁধানো স্টান্ট দৃশ্যে অংশ নিয়েছেন অজয়।  নাম ‘শিবায়’ হলেও এটি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না বলে দাবি তার। লর্ড শিবার মানবিক উপাদান নিয়েই সাজানো হয়েছে এ ছবি। তিনি অবশ্য শিবা চরিত্রে অভিনয় করেননি। সৃষ্টিকর্তার প্রতি অনুগত সাধারণ মানুষ হিসেবেই দেখা যাবে তাকে। তার চরিত্রটি সারা শরীরে শিবার উল্কি করে, তাই তাকে ডাকা হয় শিবায়। এ ছবিতে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ নেই।  

* ‘শিবায়’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।