ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পুলকের নতুন ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
পুলকের নতুন ভিডিও পুলক ও সামিরা খান মাহি

আধুনিক, চলচ্চিত্র কিংবা সুফিধারা- সব ধরনের গানই করছেন পুলক অধিকারী। প্রথম একক ‘যাযাবর পুলক’ বের হওয়ার পর গেয়েছেন বিভিন্ন মিশ্র অ্যালবাম ও চলচ্চিত্রে।

এবার নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতার সামনে এলেন তিনি।

‘তুমি যে আমার’ শিরোনামের গানটিতে পুলকের সঙ্গে গেয়েছেন নবীন শিল্পী শিরিন চৌধুরী। পুলকের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন আহাম্মেদ হুমায়ূন।   ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে মডেল হয়েছেন সামিরা খান মাহি।

নতুন গান ও ভিডিও প্রসঙ্গে পুলক বলেন, ‘এখনকার প্রেক্ষাপটে শুধু ভালো গান তৈরি করলেই হয় না, ভালো মানের ভিডিওর প্রতিও মনোযোগ দিতে হয়। এতোদিন এ নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এখন দেখছি সবাই ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। আমিই বা বাদ থাকি কেনো!’

‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা পুলক জানান, ‘তুমি যে আমার’ গানটি প্রকাশের পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। এদিকে নিজের দ্বিতীয় এককের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছেন  তিনি। কয়েক মাসের মধ্যে এটি প্রকাশের ইচ্ছে আছে তার।

* ‘তুমি যে আমার’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।