ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পরিণীতি ও ভূমির নামে ওজন কমানোর ভুয়া প্রচারণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
পরিণীতি ও ভূমির নামে ওজন কমানোর ভুয়া প্রচারণা পরিণীতি চোপড়া ও ভূমি পেড়নেকর

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভূমি পেড়নেকরের শারীরিক গড়নে বিশাল পরিবর্তন অনেকের চোখ তুলে দিয়েছে কপালে! এই সুযোগে দু’জনের তন্বী শরীরের ছবি যুক্ত করে একটি প্রতিষ্ঠান তাদের ওজন কমানোর পণ্যের প্রচারণা চালাচ্ছে।  

পরিণীতি ও ভূমির ছবির প্রযোজক যশরাজ ফিল্মস ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে।

কারণ তারা মিথ্যা দাবি নিয়ে প্রচার করেছে, তাদের পণ্য ব্যবহারে ভালো ফল পেয়েছেন পরিণীতি ও ভূমি। এমনকি পণ্যের কার্যফল দেখে তারা চমকে গেছেন!

ওজন কমানো বিষয়ক আলোচনার সময় এ ধরনের চিকিৎসাসেবা নেওয়ার ব্যাপারে কখনও সংকোচ দেখাননি পরিণীতি ও ভূমি। ভিভা মেইরের কাছে ডেটক্স চিকিৎসা নিয়েছেন পরিণীতি। অন্যদিকে নিজের ডায়েট ও ফিটনেসের কথা ভক্তদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত জানিয়েছেন ভূমি।

সবশেষ ‘ঢিশুম’ ছবিতে পরিণীতিকে বড় পর্দায় দেখা গেছে। এখন তার হাতে আছে যশরাজ ফিল্মসের ‘মেরি পেয়ারি বিন্দু’। আর ভূমি অভিনয় করছেন আনন্দ এল. রায়ের ‘মানমারজিয়া’য়।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।