ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘আপন মানুষ’ নিয়ে পরীমনির ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
‘আপন মানুষ’ নিয়ে পরীমনির ঈদ পরীমনি, ছবি-নূর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন ঈদে পরীমনি আসছেন ‘রক্ত’ নিয়ে- এমনটাই কথা ছিলো। হঠাৎ জানা গেলো, ‘রক্ত’ মুক্তির জন্য প্রস্তুত নয়।

তার ভক্তরা এতে কিঞ্চিৎ হতাশ হলেও সুখবর এলো পরপরই।  

পরীমনি অভিনীত ‘আপন মানুষ’ ছবিটি যুক্ত হয়েছে ঈদে মুক্তির মিছিলে। এতে তার নায়ক বাপ্পী। দীর্ঘদিন পর ঈদে বড় পর্দায় পাওয়া যাবে জনপ্রিয় এই নায়ককে। ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম মণ্ডল। তিনি জানিয়েছেন, ‘রক্ত’ মুক্তি না দেওয়ার ঘোষণা শুনে এগিয়ে এসেছেন তারা।  

আসছে ঈদে থাকছে নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের ছবি ‘বসগিরি’। এতে নতুন নায়িকা (বুবলি) নিয়ে আসছেন তিনি। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়া ‘রক্ত’র বদলে মুক্তি দিচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’। এতে জুটি বেঁধেছেন শুভশ্রী ও ওম। এ ক্ষেত্রে পরীকে লড়তে হবে দেশের এক নম্বর নায়ক ও ভিনদেশি দুই নায়ক-নায়িকার সঙ্গে। দেখা যাক কী হয়।

 

পরীমনি জানান, বাপ্পীর সঙ্গে এটি তার দ্বিতীয় ছবি। বাপ্পী বলেছেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অসাধারণ একটি গল্প আছে এখানে। অ্যাকশন, প্রেম, কমেডি- সব পাবেন দর্শক। ’

‘আপন মানুষ’ ছবিতে আরও অভিনয় করেছেন নবাগত শ্রাবণ সাহা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, ডলার বাপ্পী প্রমুখ। এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, মনির খান, রমা, ন্যানসি, ইমরান ও কোনাল।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।