ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এক ছবিতে অমিতাভ-আমির!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
এক ছবিতে অমিতাভ-আমির! অমিতাভ বচ্চন ও আমির খান

গুঞ্জন সত্যি হলে, প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও সুপারস্টার আমির খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘থাগ’ নামের ছবিতে দেখা যাবে তাদেরকে।

এটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য।  

‘মহেঞ্জোদারো’ তারকা হৃতিক রোশনের অভিনয় করার কথা শোনা গিয়েছিলো ‘থাগ’-এ। তবে সময় ফাঁকা না থাকায় এই প্রকল্প থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি। তার বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমিরকে।  

যদিও যশরাজ ফিল্মস এখনও বিস্তারিত কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, ‘দঙ্গল’ ছবির দৃশ্যায়ন শেষে ‘থাগ’-এর কাজ শুরু করবেন আমির। চমকপ্রদ খবর হলো, বিগ বি'র সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই কেবল বাকি।  

‘থাগ’ হবে অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি। এর চিত্রনাট্য তৈরি হয়েছে ১৮৩৯ সালে প্রকাশিত ঔপন্যাসিক ফিলিপ মিডোস টেলরের ‘কনফেশন অব থাগ’ অবলম্বনে। স্বাধীনতাপূর্ব যুগে উন্মত্ত খুনে সংস্কৃতির প্রেক্ষাপটে তৈরি হবে এটি। বাবা ও পুত্রসন্তানের মধ্যকার সম্পর্কই প্রাধান্য পাবে গল্পে।  

পরিচালক বিজয় কৃষ্ণর সঙ্গে ‘ধুম থ্রি’র মাধ্যমে এর আগেও কাজ করেছেন আমির। এতে তার সহশিল্পী ছিলেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।