ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সারিকা আবার অভিনয়ে

তৃণা শর্মা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
সারিকা আবার অভিনয়ে সারিকা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রায় তিন বছর পর আবার অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। আসন্ন ঈদুল আজহার কয়েকটি নাটক-টেলিছবিতে দেখা যাবে তাকে।

মঙ্গলবার (০৯ আগস্ট) সারিকা বাংলানিউজকে জানান, জাহিদ হাসান, রেদওয়ান রনি ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয়ের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত করেছেন তিনি।

এর মধ্যে আসাদ জামানের নাট্যরূপে রাজের ‘আমি তুমি’ নামের একটি নাটকের কাজ করবেন আগে। এর চিত্রায়ন হবে আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত। এতে সারিকার সঙ্গে থাকছেন এ সময়ের অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান। এটি প্রচার হবে এশিয়ান টিভিতে।
 
গত রোজার ঈদেও বেশকিছু নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সারিকা। কিন্তু অসুস্থতার কারণে সবাইকেই না বলতে হয়েছে তাকে। এবারও বেশকিছু প্রস্তাব এসেছে। এর মধ্যে বেছে বেছে প্রথম সারির নির্মাতাদের কাজকেই নির্বাচন করেছেন তিনি। সময় না মেলায় ফিরিয়ে দিতে হয়েছে কয়েকটি কাজ।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে সারিকা বাংলানিউজকে বলেন, ‘বিয়ের পর সংসার ও মেয়েকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন থেকে আবার টেলিভিশনে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। তবে বেছে বেছে কাজ করবো। ’

সারিকা সবশেষ অভিনয় করেন আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনার ‘তবুও রাত কেটে যায়’ নাটকে।

২০১৪ সালের ১২ আগস্ট বিয়ে করেন সারিকা। তার স্বামী পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিম ব্যবসায়ী।

২০০৬ সালে একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হয়ে নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, আগষ্ট ১০, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।