ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নাট্যচক্রের ৪৪ বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
নাট্যচক্রের ৪৪ বছর

ঢাকার প্রথম সারির নাট্যদল নাট্যচক্রের ৪৪ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে আনন্দযজ্ঞের।

৪৪ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক নাট্যচক্রের সহসভাপতি গোলাম সারোয়ার জানান, অনুষ্ঠানে বরেণ্য যাত্রাশিল্পী ও পালাকার মিলন কান্তি দে এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদকে সম্মাননা প্রদান করা হবে।

তারা আবৃত্তি করবেন।

অনুষ্ঠানে তাবাসসুমের পরিচালনায় পরিবেশিত হবে দলীয় নৃত্য এবং নাট্যচক্রের উল্লেখযোগ্য প্রযোজনাগুলোর অংশবিশেষ নিয়ে রবিউল মাহমুদ ইয়ংয়ের পরিচালনায় পরিবেশিত হবে ‘মৌচাক’।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।