ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

৩০০ কোটির ঘরে ‘সুলতান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
৩০০ কোটির ঘরে ‘সুলতান’ সুলতানের ভূমিকায় সালমান খান

মুক্তির ৩৫ দিনের মাথায় ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড স্পর্শ করলো বলিউড সুপারস্টার সালমান খানের ‘সুলতান’। তিনিই একমাত্র তারকা যার দুটি ছবি শুধু ভারতেই আয় করেছে এ বিপুল পরিমাণ অর্থ।

 

৩০০ কোটি রুপির বিশেষ অভিজাত ক্লাবে এ নিয়ে যুক্ত হলো তিনটি ছবি। আগের দুটি হলো আমির খানের ‘পিকে’ ও সালমানের আরেক ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এর মধ্যে ‘পিকে’র লেগেছে ১৭ দিন আর ‘বজরঙ্গি ভাইজান’ ২০ দিনে এ মাইলফলক পেরিয়েছে।  

সালমানের মতো ‘পিকে’র নায়িকা আনুশকা শর্মার ঝুলিতেও এখন ৩০০ কোটি রুপির ক্লাবের দুটি ছবি। নায়িকাদের এ তালিকায় অন্যজন হলেন ‘বজরঙ্গি ভাইজান’ তারকা কারিনা কাপুর খান।  

আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’-এর গল্প কুস্তিগীর সুলতান আলি খানকে ঘিরে। গত রোজার ঈদে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ হাজার ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ভারত ও অন্যান্য দেশে এ ছবির আয় মিলিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ঘরে গেছে ৫৭০ কোটি ২০ লাখ রুপি।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।