ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর-বাণীর পঞ্চম চুম্বন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
রণবীর-বাণীর পঞ্চম চুম্বন! ‘বেফিকরে’ ছবির পোস্টারে রণবীর সিং ও বাণী কাপুর

কারা অভিনয় করেছেন, তার চাইতেও আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’র প্রতি আকর্ষণের অন্যতম কারণ হলো চুম্বন! বলিউড অভিনেতা রণবীর সিং যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটির নতুন একটি পোস্টার শেয়ার করেছেন। এতে তার সঙ্গে অভিনেত্রী বাণী কাপুরকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে ৩০ বছর বয়সী রণবীর লিখেছেন, ‘ফ্রেঞ্চ পানি, দেশি চুম্বন। ’ ভক্তদেরকে পোস্টারটির ব্যাপারে মতামত জানতে চেয়েছেন তিনি। ‘বাজিরাও মাস্তানি’ তারকা টুইটারে লিখেছেন, ‘এটা দেখে আপনাদের কেমন লাগছে? সুন্দর নাকি উষ্ণ? মধুর নাকি আবেদনময়? বলুন। ’

রণবীরকে উদ্দেশ্য করে ২৭ বছর বয়সী বাণী টুইট করেন, ‘বন্ধু, মনে হচ্ছে আমরা সাগরে শুধু নয়, সারাবিশ্বে ঢেউ তুলেছি!’

এটি এ ছবির পঞ্চম পোস্টার। আগের চারটিতেও রণবীর ও বাণীকে চুমু দিতে দেখা গেছে। ‘বেফিকরে’র মাধ্যমে সাত বছর পর পরিচালনায় ফিরেছেন আদিত্য চোপড়া। চলতি বছরের ৯ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।