ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রাঙ্গণেমোরের ‘বিবাদী সারগাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
প্রাঙ্গণেমোরের ‘বিবাদী সারগাম’

প্রাঙ্গণেমোর নাট্যদল তাদের ১১তম প্রযোজনা ‘বিবাদী সারগাম’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন করতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আগামী ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রদর্শনী।

শিশির রহমানের রচনা ও নির্দেশনায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের আলোয় বাংলার তিন অকুতোভয় বীরসেনানী বিনয়, বাদল, দীনেশের কলকাতা রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এটি। দেশ, মাটি, মানুষ ও মায়ের ভাষাকে ভালোবেসে বিনয় ও বাদল আত্মহত্যা করেছিলো আর দীনেশকে উঠতে হয়েছিলো ফাঁসির মঞ্চে।

নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, মাইনুল তাওহীদ, বন্ধু তুহিন, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, লিটু রায়, আহমেদ সুজন, চৈতালী চৈতী, রাহুল, নিরঞ্জন নীরু, সুজন গুপ্ত, প্রীতি, মাহমুদুল হাসান, সোহাগ রহমান, স্বাধীন আরুশ, নূপুর, মিঠুন, উর্মিল, মৌসুমী মৌ, পরশ ও বাঁধন সরকার।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।