ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রানী লক্ষীবাঈ, রাজিয়া সুলতানা ও মীরাবাঈ রূপে বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
রানী লক্ষীবাঈ, রাজিয়া সুলতানা ও মীরাবাঈ রূপে বিদ্যা বিদ্যা বালান

নারীকেন্দ্রিক ছবি ‘বেগম জান’-এ বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের কাজ করার খবর জানতে কারও বাকি নেই! এতে অন্যান্য নারী চরিত্রের সঙ্গে তাকেও যৌনপল্লীতে দেখা যাবে। ভারত-পাকিস্তান বিভক্তির শিকার হন তারা।

জানা গেছে, ‘বেগম জান’ ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে বিখ্যাত ব্যক্তিত্ব রানী লক্ষীবাঈ, রাজিয়া সুলতানা ও মীরাবাঈয়ের ভূমিকায় পর্দায় আসবেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। এটি গল্প ও তার চরিত্রের খুব গুরুত্বপূর্ণ দিক।

বিদ্যার জন্য পোশাক তৈরিতে ডিজাইনার রিকি রয় বেশ কয়েক সপ্তাহ পাক-ভারত ভাগের সময় নিয়ে গবেষণা করেছেন। চিত্রনাট্য সাজানো হয়েছে সেই সময়ের পাঞ্জাবের প্রেক্ষাপটে।

‘বেগম জান’ হলো সৃজিত মুখার্জির বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি রিমেক। এটি প্রযোজনা করছেন মহেশ ভাট ও মুকেশ ভাট।

এতে বিদ্যার পাশাপাশি আরও অভিনয় করছেন গওহর খান, পল্লবী শারদা, ফ্লোরা সাইনি, ইলা অরুণ, মিষ্টি, ঋদ্ধিমা তিওয়ারি। আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।