ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শুভর সঙ্গে গাইলেন কিশোরগঞ্জের তরুণী সিমুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
শুভর সঙ্গে গাইলেন কিশোরগঞ্জের তরুণী সিমুন আরিফিন শুভর সঙ্গে নুরেনদুর্দানা সিমুন

‘ভালোবাসি তোমাকে’ ছবিতে খালিদ হাসান মিলু ও কনক চাঁপার গাওয়া ‘অনেক সাধনার পরে’ গানটি আজও শ্রোতার মুখে মুখে। তাই এটি নতুন সংগীতাঙ্গনে সাজানো হয়েছে ‘নিয়তি’ ছবির জন্য।

এতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান।

একই গান এবার ‘নিয়তি’র নায়ক আরিফিন শুভ গাইলেন। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কিশোরগঞ্জের তরুণী নুরেনদুর্দানা সিমুন। ছবিটির প্রচারণার অংশ হিসেবে এর রেকর্ডিং হয়েছে। বুধবার (১০ আগস্ট) রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে তাদের গাওয়া গানটি।

‘নিয়তি’র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শুভর সঙ্গে গাওয়ানোর জন্য একজন নারীকণ্ঠের খোঁজ করে অনলাইনে প্রতিযোগিতার আয়োজন করে। গানটি স্বকণ্ঠে রেকর্ড করে অসংখ্য তরুণী জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে দিয়েছে। জমা পড়া ভিডিও আর গায়কী দেখে নির্বাচন করা হয়েছে সিমুনকে।

আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’। এতে শুভর সঙ্গে জুটি বেঁধেছেন জলি। ছবিটি কিছুদিন আগে মুক্তি পায় কলকাতায়। সেখানকার প্রতিষ্ঠান এসকে মুভিজ আছে যৌথ প্রযোজনায়।  

* সিমুনের কণ্ঠে ‘অনেক সাধনার পরে’ গানটি শুনতে ক্লিক করুন :  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।