ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নাচতে গিয়ে পরিণীতির চোট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
নাচতে গিয়ে পরিণীতির চোট পরিণীতি চোপড়া

বলিউড তারকা বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া ও অন্যরা যুক্তরাষ্ট্রে উড়াল দিতে যাচ্ছেন। নির্মাতা করণ জোহর আয়োজিত  ‘ড্রিম টিম ট্যুর ২০১৬’ শীর্ষক কনসার্টে অংশ নেবেন তারা।

এটি শুরু হবে আগামী ১২ আগস্ট।

দুঃখজনক খবর হলো, অনুষ্ঠানের তিন দিন আগে চোট পেয়ে বসলেন ‘ইশাকজাদে’ তারকা পরিণীতি। কয়েকদিন আগে মুক্তি পাওয়া ‘ঢিশুম’ ছবির ‘জানেমান আহ’ শিরোনামের একটি আইটেম গানে বরুণের সঙ্গে নেচে পর্দায় আগুন ধরিয়েছেন তিনি! একই গানের তালে ‘ড্রিম টিম ট্যুর’ কনসার্টে নাচার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু অনুষ্ঠানটির মহড়া করার সময় পায়ে চোট পান ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

টুইটারে ২৯ বছর বয়সী বরুণ এ খবর জানিয়ে লিখেছেন, ‘ড্রিম টিম মহড়া চলছে। পরিশ্রমী পরিণীতির সঙ্গে তাল মেলাতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে আমাকে। ও পায়ে আঘাত পেয়েছে। তবে চিন্তার কিছু নেই, ভালো হয়ে যাবে। ’

পরিণীতির সঙ্গে তোলা একটি সেলফিও শেয়ার করেছেন বরুণ। তাদের পেছনে দেখা যাচ্ছে সহ-নৃত্যশিল্পীদের। আশার খবর হলো, আঘাত অতো গুরুতর নয়। ফলে পরিণীতি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

‘ড্রিম টিম ট্যুরে আরও অংশ নিচ্ছেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রয় কাপুর ও সংগীতশিল্পী বাদশা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আগামী ১২ থেকে ২১ আগস্ট পর্যন্ত করণ জোহরের নেতৃত্বে দর্শক-শ্রোতাদের বিনোদিত করবেন তারা।

* ‘জানেমান আহ’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।