ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

মায়ের ভয়ে তটস্থ থাকেন টাইগার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
মায়ের ভয়ে তটস্থ থাকেন টাইগার মা আয়েশার সঙ্গে টাইগার শ্রফ

নিজের ছবিতে একসঙ্গে অনেক গুন্ডার সঙ্গে মারামারি করেছেন এ সময়ের তারকা টাইগার শ্রফ। কিন্তু বাস্তব জীবনে নিজের মাকে সাংঘাতিক ভয় পান ‘হিরোপান্তি’ তারকা।

বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ ও তার সহধর্মিণী আয়েশার পুত্র টাইগার বলেন, ‘‘বাড়ির বাইরে অনেক কাজ করি। কিন্তু বাড়িতে মা-ই আমার সুপারহিরো। এক দিক দিয়ে আমি অনেকটা ‘অ্যা ফ্লাইং জেট’-এ আমার অভিনীত চরিত্রের মতোই। দু’জনই মায়ের ভয়ে তটস্থ থাকে। মা যা-ই বলেন, বাধ্য সন্তানের মতো মেনে নিই। তিনি আমার চেয়েও শক্তিশালী। ’’

রেমো ডি’সুজা পরিচালিত সুপারহিরো ছবি ‘অ্যা ফ্লাইং জেট’-এ টাইগারকে এমন একটি চরিত্রে দেখা যাবে যার মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতা আছে। ২৬ বছর বয়সী এই অভিনেতা যে সুপারস্টার হৃতিক রোশনের অন্ধভক্ত, তা সবারই জানা। ডুগ্গুকে (হৃতিকের ডাকনাম) ‘অ্যা ফ্লাইং জেট’ দেখানোর পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আশা তো করছি। যদি তার ফাঁকা সময় থাকে এবং তিনি যদি চান তাহলে অবশ্যই দেখাবো। '

‘হিরোপান্তি’ ও ‘বাঘি’র পর ‘অ্যা ফ্লাইং জেট’ টাইগারের তৃতীয় ছবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়েছে। এ পর্যন্ত তিনটি ছবিতে কাজ করেছি। এর মধ্যে ‘অ্যা ফ্লাইং জেট’ নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। ছোটবেলা থেকেই সুপারহিরো হতে চাইতাম। নাচ, অ্যাকশন থেকে শুরু করে সবকিছুই সুপারহিরোদের মতো করতাম। ’’

বালাজি মোশন পিকচার্স প্রযোজিত ছবিটিতে টাইগারের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এতে খলচরিত্রে আছেন অস্ট্রেলীয় অভিনেতা নাথান জোন্স।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।