ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বদলে গেলো টম ক্রুজের ছবির নাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বদলে গেলো টম ক্রুজের ছবির নাম টম ক্রুজ

হলিউড তারকা টম ক্রুজের ‘মেনা’ ছবির নাম পাল্টানো হয়েছে। এর নতুন নাম ‘আমেরিকান মেইড’।

খবর ভ্যারাইটির। এ ছবির মাধ্যমে ডুগ লিম্যানের পরিচালনায় আবার অভিনয় করলেন ৫২ বছর বয়সী এই তারকা। এর আগে তারা কাজ করেন ‘এজ অব টুমরো’তে।

পরিবর্তন করা হয়েছে মুক্তির তারিখও। আগামী বছরের ৬ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নিয়ে যাওয়া হলো ২৯ সেপ্টেম্বরে। গত ৮ আগস্ট এ ঘোষণা দেয় ইউনিভার্সাল পিকচার্স।

‘আমেরিকান ম্যাড’ তৈরি হয়েছে মার্কিন মাদক সাম্রাজ্যের রাজা পাবলো এস্কোবারের অন্যতম সহযোগী বৈমানিক ব্যারি সীলের বাস্তব জীবনের কীর্তিকলাপ নিয়ে। সত্যি জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘আমেরিকান ম্যাড’।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) অপ্রত্যাশিতভাবে তাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় গোপন অপারেশন চালানোর দায়িত্ব দেয়। এ কারণে ইরান কন্ট্রা কেলেঙ্কারির মাধ্যমে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ক্ষমতা থেকে নেমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিলো।

টম ব্যক্তিজীবনে প্রশিক্ষিত বৈমানিক। তাই তিনিই ব্যারি সিল চরিত্রে অভিনয় করছেন। গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ায় দৃশ্যায়ন চলাকালে ক্রু সদস্যদের নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ছবিটি খবরের শিরোনামে আসে। এ ঘটনায় দু’জন নিহত ও একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় প্রোড‍াকশনে ব্যস্ত ছিলেন ‘মিশন ইমপসিবল’ তারকা।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।