ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মেগান ফক্সের ঘরে তৃতীয় সন্তান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মেগান ফক্সের ঘরে তৃতীয় সন্তান মেগান ফক্স

তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। গত ৪ আগস্ট পুত্রসন্তানের মুখ দেখেন ৩০ বছর বয়সী এই তারকা।

তার নাম রাখা হয়েছে জার্নি রিভার গ্রিন।

এ বছরের এপ্রিলে সিনেমা কনের জমকালো আয়োজনে সন্তানসম্ভবা হওয়ার খবরটি নিশ্চিত করেন মেগান। ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস’ তারকার তিন সন্তানের বাবা তার স্বামী ব্রায়ান অস্টিন গ্রিন। তাদের পুত্র নোয়ার তিন বছর আর বোডির বয়স দুই বছর।

১০ বছর সংসার করার পর ২০১৫ সালের আগস্টে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন মেগান। তখন উভয়ে এ সিদ্ধান্তে অটল ছিলেন।

কিন্তু এ বছরের এপ্রিলে হাওয়াই দ্বীপে পারিবারিক অবকাশযাপনের সময় সাগরপাড়ে ব্রায়ানের হাতে হাত রেখে ক্যামেরাবন্দি হন মেগান। এখানেই ২০১০ সালে বিয়ে করেছিলেন তারা।

এরপর মেগানের ৩০তম জন্মদিন উদযাপন থেকে শুরু করে একান্তে নৈশভোজ, দুই পুত্রকে নিয়ে মধ্যাহ্নভোজসহ আরও কয়েকটি উপলক্ষে তাদেরকে একসঙ্গে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।