ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আনুশকার প্রস্তুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
আনুশকার প্রস্তুতি আনুশকা শর্মা

অভিনেত্রী আনুশকা শর্মার ‘সুলতান’ শুধু ভারতেই ৩০০ কোটি রুপি আয় করেছে। ফলে বেশ চাঙা তিনি।

এর মধ্যে নতুন ছবির জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। এতে আবার সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে।

২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আনুশকা। এতে তার বিপরীতে ছিলেন শাহরুখ। এরপর প্রয়াত যশ চোপড়ার ‘জব তাক হ্যায় জান’-এ দ্বিতীয়বার একফ্রেমে হাজির হন তারা।

এ নিয়ে তৃতীয়বারের মতো জুটি বাঁধবেন শাহরুখ-আনুশকা। বলিউড বাদশার সঙ্গে এবারও প্রেম করতে দেখা যাবে তাকে। যদিও তাদের চরিত্রে কী ধরনের তা এখনও জানানো হয়নি। এটি পরিচালনা করবেন ‘তামাশা’র ইমতিয়াজ আলি।

বাদশার সঙ্গে প্রেমের জন্য প্রস্তুতি প্রসঙ্গে আনুশকা গত ৯ আগস্ট টুইটারে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নতুন ছবির জন্য তৈরি হওয়ার বেলায চিত্রনাট্য আর কফি হচ্ছে সেরা সঙ্গী। অসাধারণ লাগছে। শাহরুখ খান ও ইমতিয়াজ আলির সঙ্গে কাজ শুরু করতে আর মাত্র কয়েকদিন বাকি। ’

এদিকে ৩০০ কোটি রুপির অভিজাত ক্লাবে  ‘সুলতান’-এর (সালমান খান) মাধ্যমে একমাত্র নায়িকা হিসেবে আনুশকার দুটি ছবি যুক্ত হলো। এর আগে তার অভিনীত ‘পিকে’ও (আমির খান) এই মাইলফলক পেরিয়েছে।     

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।