ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সৈয়দ আব্দুল হাদীর সংকলিত ৪৬ গানের তালিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
সৈয়দ আব্দুল হাদীর সংকলিত ৪৬ গানের তালিকা

দেশাত্মবোধক, চলচ্চিত্র ও আধুনিক- এই তিন ধরনের গান দিয়ে সাজানো হয়েছে সৈয়দ আব্দুল হাদীর চারটি অ্যালবাম। সংকলিত এই অ্যালবামের নাম দেওয়া হয়েছে ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’।

বুধবার (১০ আগস্ট) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলা ঢোলের উদ্যোগে হয়ে গেলো মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এসব গানের অনেক গীতিকার ও সুরকার এখন আর বেঁচে নেই। অন্যদিকে হাদীকে শুভেচ্ছা জানাতে সশরীরে হাজির হন সংশ্লিষ্ট অনেকেই। চলুন দেখা যাক ৪৬ গানের তালিকা।

দেশাত্মবোধক
‘সূর্যোদয়ে তুমি’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘এই মাটি আমার মা’, ‘প্রথম ভোরে’, ‘সব কথার শেষ কথা’, ‘আমাকে কী দিতে পারো’, ‘এই গল্প নয় অল্প’, ‘আমার যা আছে সবই দেবো’, ‘বাংলাদেশের ছবি এঁকে দিও’, ‘তোরা কেউ বলিসনা রে’, ‘স্বাধীনতার এ গান’।

চলচ্চিত্র
‘চক্ষের নজর’, ‘এমনও তো প্রেম হয়’, ‘জীবন একটা দুঃখ সুখের গান’, ‘যেও না সাথী’, ‘সখী চলো না’, ‘চাতুরি জানেনা মোর বধূয়া’, ‘ফুলেরই আলতো বরণ’, ‘মানুষ হইয়া জন্ম লইয়া’, ‘তুমি ছাড়া আমি একা’, ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘কী হবে গানের সুর হারিয়ে গেলে’, ‘চলে যায় যদি কেউ’, ‘কেউ কোনোদিন আমারে তো’, ‘কেন তারে আমি এতো ভালোবাসলাম’।
 
আধুনিক
‘কতো কাঁদলাম’, ‘ভালোবেসে রাখতে পারোনি’, ‘আমি সোনার হরিণ ধরতে গিয়ে’, ‘আমার আর দেবার কিছু তো নাই’, ‘কতোদূর যাবে বলো পান্থ’, ‘সবকিছু মোর উজাড় করে’, ‘আমার ভালোবাসার স্বপ্ন’, ‘তুমি না থাকলে জীবনে আমার’, ‘আমার প্রথম দেখার সে ক্ষণ’, ‘কিছু বলো এই নির্জন প্রহরে’, ‘আমার বাবার কথা’, ‘একদিন চলে যাবো’, ‘অঙ্গে দিলাম আগুন’, ‘এসো কিছুটা সময় রেখে যাই’, ‘আমার প্রথম প্রেম’, ‘ওগো নজরুল’, ‘ভালোবাসা এমনই এক নদী’, ‘দয়াল তোর ভরসায়’।

গীতিকার ও সুরকারেরা
গানগুলোর গীতিকার ও সুরকারের তালিকায় আছেন- মাহফুজুর রহমান মাহফুজ, লাকী আখান্দ, কাওসার আহমেদ, মোহাম্মদ রফিকউজ্জামান, আবিদ আনোয়ার, খোন্দকার নূরুল আলম, মোহাম্মদ মনিরুজ্জামান, নজরুল ইসলাম বাবু, আলী হেসেন, শামসুর রাহমান, শেখ সাদী খান, নাসিমা খান, দেবু ভট্টাচার্য, মনিরুজ্জামান মনির, আলম খান, সেলিম আশরাফ, আবু হেনা মোস্তফা কামাল, আব্দুল আহাদ, গাজী মাজহারুল আনোয়ার, আব্দুল হাই আল হাদী, মমতাজ মহল মুক্তা, ঊষা খান্না, পল্লব সান্যাল, আহমেদুজ্জামান, নজরুল ইসলামা বাবু, মীর কাশেম খান, সুবল দাশ, আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী, আবু তাহের, আহমেদ ইমতিয়াজ বুলবুল, মনসুর আহমেদ, রাকেশ, মাসুদ করিম, আনোয়ার জাহান নান্টু, কবির বকুল ও কাজলি আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।