ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মিমের ৫ লাখ অনুসারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মিমের ৫ লাখ অনুসারী বিদ্যা সিনহা মিম, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বিদ্যা সিনহা মিমের অনুসারীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। এজন্য বেশ আনন্দিত তিনি।

ফেসবুকে মিমের ফ্যানপেজে অনুসারীর সংখ্যা ২২ লাখেরও বেশি। ইনস্টাগ্রাম ও ফেসবুক অনুসারীদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান এই ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী।

বিদ্যা সিনহা মিমের হাতে এখন আছে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি। এতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী।

ইনস্টাগ্রামে বাংলাদেশের অন্য তারকাদের মধ্যে অভিনেত্রী নুসরাত ফারিয়ার অনুসারীর সংখ্যাও পাঁচ লাখ ছাড়িয়েছে। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের চার লাখেরও বেশি এবং কণ্ঠশিল্পী পড়শীর অনুসারী আছে প্রায় সাড়ে তিন লাখ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।