ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার কাজ মাথায় রাখেন ডায়ানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
দীপিকার কাজ মাথায় রাখেন ডায়ানা ডায়ানা পেন্টি ও দীপিকা পাড়ুকোন

চার বছর আগে ‘ককটেল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন বলিউডের দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে দীপিকার।

সহশিল্পীর এমন অর্জনে ডায়ানা গর্বিত।  

অভিনেত্রী হিসেবে দীপিকার উন্নতি প্রসঙ্গে বার্তা সংস্থা আইএএনএসকে ডায়ানা পেন্টি বলেন, ‘চমৎকার উন্নতি হয়েছে তার। এটা সত্যিই দারুণ ব্যাপার। সে নিজেই নিজের পিঠ চাপড়ে দেওয়ার দাবি রাখে! তার জন্য আমার গর্ব হয়। ও হ্যাঁ, সাম্প্রতিক সময়ে সে যে ধরনের কাজ করেছে, আমি সেগুলো মাথায় রাখি। ’

ডায়ানা তার নিজের নতুন ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি’ নিয়েও উচ্ছ্বসিত। ৩০ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘তাৎক্ষণিকভাবে এ ছবিতে কাজ করার সম্মতি জানিয়ে দিয়েছিলাম। চিত্রনাট্যটি শুনেই খুব ভালো লেগে গেছে। এতে অন্যরকম গল্প বলা হয়েছে। আমি এমনটাই চেয়েছিলাম। ’ 

রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন মুদাসসার আজিজ। এতে ডায়ানার সহশিল্পী অভয় দেওল ও পাকিস্তানি তারকা আলি ফজল।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।