ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

তিন জনের ‘মন মাঝিরে’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
 তিন জনের ‘মন মাঝিরে’ (ভিডিও) ‘মন মাঝিরে’ গানের পোস্টার

কয়েক বছর ধরে চলচ্চিত্রের গান তৈরি করছেন আহাম্মেদ হুমায়ুন। গেয়েছেন কালেভদ্রে।

সবশেষ ‘সুইটহার্ট’ ছবিতে রিয়াজের ঠোঁটে তার গাওয়া ‘কেনরে তোর মাঝে’ গানটি আলোচনা তৈরি করে। এবার হুমায়ুন গাইলেন ‘মন মাঝিরে’ শিরোনামের একটি গান। চলচ্চিত্রের গান না হলেও এর ভিডিওচিত্রে মডেল হয়েছেন রূপালি পর্দার দুই শিল্পী শিপন ও অমৃতা খান।  

লাইভ টেকনোলজির ব্যানারে প্রকাশিতব্য আহাম্মেদ হুমায়ুনের ‘তোকে ঘিরে’ একক থেকে নেওয়া হয়েছে ‘মন মাঝিরে’।  গানের শুরুতে ব্যবহৃত কবিতা আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা।  ‘মন মাঝিরে তুই আমাকে ফেরা/অচেনা এ পথ প্রেমে ঘেরা’- এমন কথায় সুদীপ কুমার দীপের লেখা গানটির সুর ও সংগীতায়োজন হুমায়ুনের। মিউজিক ভিডিওটি তৈরি করেছে অনন্য মামুন টিম। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে প্রকাশের পর ইউটিউবে গানটি উপভোগ করেছেন ৫ হাজারেরও বেশি দর্শক।  

‘মন মাঝিরে’ নিয়ে উচ্ছ্বসিত আহাম্মেদ হুমায়ূন বাংলানিউজকে বলেন, ‘অনেকে আমার গায়কী পছন্দ করেন। তাদের অনুপ্রেরণায় নিজের একক অ্যালবাম প্রকাশ করছি। এই গানটি সেই ইচ্ছেরই বহিঃপ্রকাশ। আশা করছি কণ্ঠশিল্পী হিসেবেও সবার ভালোবাসা পাবো। ’ 

* ‘মন মাঝিরে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।