ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

বাসন্তী রঙের শাড়ির জন্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
বাসন্তী রঙের শাড়ির জন্য  ‘বসন্ত এসে গেছে’ নাটকের দৃশ্যে মৌ ও সজল

মেয়ের (মৌ) পছন্দের বাসন্তী রঙের শাড়ি কেনার জন্য বাবা (হাসান ইমাম) তার পছন্দের তানপুরাটা বিক্রি করে দেন। কিন্তু তাতেও সমাধান না হওয়ায় মৌ আত্মীয়ের কাছে টাকা ধার চায়।

টাকা দেবেন বলে সেই আত্মীয় মৌকে তার বাড়িতে ডাকেন। সেখানে শ্লীলতাহানির শিকার হয় মেয়েটি। তারপর আত্মহত্যার জন্য ছুটে চলা…

এদিকে সজল তার ভালোবাসার মানুষটির জন্য বাসন্তী রঙের শাড়ি কিনে বাড়ি যাওয়ার পথে শুনতে পায় যে, মেয়েটি তাকে ঠকিয়েছে। অন্য কারও হাত ধরে পালিয়েছে সে। অচেনা দুই বঞ্চিত মানুষ মৌ ও সজল এবার কাছাকাছি আসতে শুরু করে। জরিয়ে পড়ে ভালোবাসার সম্পর্কে।  

একটি বাসন্তী রঙের শাড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছে টেলিছবি ‘বসন্ত এসে গেছে’। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। তিনি জানান, রোমান্টিক হলেও টেলিছবিটি বেশ রোমাঞ্চকর। একসময় দেখা যায়, মৌ আত্মহত্যা করতে যাচ্ছেন। কিন্তু আত্মহত্যা যে কোনো কিছুর সমাধান নয় শেষ পর্যন্ত তা বুঝতে পারেন তিনি। টেলিছবিটি শিগগিরই যে কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।
 
মৌ ও সজল এর আগে গত বছর ‘শিরোনামে তুমি’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন। সেই কাজটি প্রশংসিত হয়েছিলো।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
জেএমএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।