ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার ওপর চটেছেন দিনার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
পূর্ণিমার ওপর চটেছেন দিনার! পুর্ণিমা ও ইন্তেখাব দিনার, ছবি-নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আয়নায় তাকিয়ে চুল ঠিক করছেন পূর্ণিমা। পেছনে দিনার, কিছু একটা বলবেন।

দিনারের দিকে এক পলক তাকিয়ে আবার চুল ঠিক করায় ব্যস্ত পূর্ণিমা। পূর্ণিমা শান্ত গলায় বললেন, ‘কিছু বলবে?’ 

পাশেই খাটের ওপর বসে উত্তেজিত কণ্ঠে দিনার বললেন, ‘হ্যাঁ, বলতেই এসেছি। তুমি কেন এমন করো আমার সঙ্গে? তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছো? তুমি কী চাও?’

পূর্ণিমা অবাক! এমন সময় বেজে উঠলো তার ফোন। দিনার এবার পুরোপুরি চটে গেলেন। ‘কার ফোন এসেছে? ফোন রিসিভ করে আমার সামনে কথা বলো। ’ 

পূর্ণিমা কথা বলার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় পরিচালক রেদওয়ান রনি এগিয়ে এসে বললেন, ‘ওকে, আমরা এবার শটে যাই। এতোক্ষন যা করছিলেন ঠিক তাই যেনো হয়। ’ 

গুলশানের নিকেতনের ৬ নম্বর রোডের একটি শ্যূটিং বাড়িতে বৃহস্পতিবার (১১ আগষ্ট) দৃশ্যধারন চলছিলো ‘দেয়ালের ওপারে’ নাটকের। এতে পূর্ণিমা ও ইন্তেখাব দিনার দম্পতির চরিত্রে অভিনয় করছেন। তাদের সঙ্গে আরও আছেন ফারহান আহমেদ জোভান।

‘দেয়ালের ওপারে’ নাটক নিয়ে পরিচালক রেদওয়ান রনি বাংলানিউজকে বলেন, ‘আশপাশে অনেক দম্পতির মধ্যে অহেতুক সন্দেহ কাজ করে। এই বিষয়টি নাটকে প্রাধাণ্য দেওয়া হয়েছে। পরিকল্পনা ছিলো এমন গল্প নিয়ে কাজ করার। এবার সুযোগ এসেছে। ’

‘দেয়ালের ওপারে’ নাটকটি আগামী ঈদুল আজাহায় বাংলাভিশনে প্রচার হবে। এর পাশাপাশি আরও কয়েকটি ঈদের নাটকে পাওয়া যাবে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগষ্ট ১২, ২০১৬
টিএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।