ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আবার টিভি প্রযোজক সমিতির সভাপতি মামুনুর রশীদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
আবার টিভি প্রযোজক সমিতির সভাপতি মামুনুর রশীদ মামুনুর রশীদ

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দ্বি-বার্ষিক নির্বাচনে মামুনুর রশীদকে সভাপতি এবং মনোয়ার হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এবারের নির্বাচনে ২৭টি পদের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বী ছিলো ন! তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ সদস্যের নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক।

তিন সদস্যের নির্বাচন কমিশনে আরও ছিলেন মান্নান হীরা এবং শর্মিলী আহমেদ।

সংগঠনটির আগের কমিটিতেও সভাপতি ছিলেন মামুনুর রশীদ। পুনরায় নির্বাচিত হওয়ার পর তিনি বললেন, ‘টেলিভিশন অনুষ্ঠান নির্মাণশৈলীকে আরও গতিশীল করতে এতে পেশাদারি রূপ আনাসহ টিভি চ্যানেলের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্ক তৈরি, সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণসহ নানা ধরনের কাজ করে এই সংগঠনকে আরও গতিশীল করতে চাই। ’

আগের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন তারিক আনাম খান। এবার এ দায়িত্ব পেয়েছেন মনোয়ার হোসেন পাঠান। তিনি বলেছেন, ‘প্রযোজক, পরিচালক, নাট্যকার, শিল্পী, কলাকুশলী ও টেলিভিশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই একত্রিত হয়ে টেলিভিশন অনুষ্ঠানকে আরও গতিশীল করতে হবে এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ সংশ্লিষ্ট সবার স্বার্থ সুরক্ষায় এই কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আমাদের আশা, টেলিভিশন অনুষ্ঠান আরও সমৃদ্ধ এবং প্রশংসিত হবে। ’ 

নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন : সভাপতি-মামুনুর রশীদ, সহ-সভাপতি-মোহন খান, এম এনায়েত উল্লাহ পাটোয়ারী ও মাহবুবা শাহরীন তায়েব মিতু, সাধারণ সম্পাদক-মনোয়ার হোসেন পাঠান, সহ-সাধারণ সম্পাদক-সাজ্জাদ হোসেন দোদুল ও অরণ্য আনোয়ার, সাংগঠনিক সম্পাদক-রফিক উল্লাহ সেলিম, অর্থ সম্পাদক-মুজিবুর রহমান মুজিব, দপ্তর সম্পাদক-রেজাউল হক রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক-আনজাম মাসুদ, আইন বিষয়ক সম্পাদক-তারেখ মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-এ কে আজাদ, আর্কাইভ বিষয়ক সম্পাদক-জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-আনসারুল আলম লিংকন, শিক্ষা ও গবেষণা সম্পাদক-জহির আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ জামাল উদ্দিন।  

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন আলী বশির, বাবুল আহমেদ, সাদেক সিদ্দিকী, শাকুর মজিদ, মাজহারুল ইসলাম, মাহফুজ আহমেদ, শাহরিয়ার শাকিল, মোজাহের উদ্দিন চৌধুরী কমল, মুনতাসির মামুন সাজু, আরশাদ আদনান।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।