ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তারেক মাসুদের মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে ‘সুলতান’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
 তারেক মাসুদের মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে ‘সুলতান’  তারেক মাসুদ

অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চলচ্চিত্র যাত্রা নিয়ে প্রামাণ্যচিত্র ‘সুলতান’। গত বছর দিলশাদুল হক শিমুল নির্মিত প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিলো ফরিদপুরে।

আগামী ১৩ আগস্ট তারেক মাসুদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি আবারও দেখানো হবে। এবার দেখবেন ময়মনসিংহের দর্শকেরা।  

শিমুল বাংলানিউজকে জানান, ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি প্রদর্শনী হবে ‘সুলতান’-এর। প্রদর্শনীর পর তারেক মাসুদের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেবেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। এখানে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা প্রশাসক।  

নির্মাতা জানান, প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদের দর্শন ও চলচ্চিত্রের ভাবনাগুলো। তিনি যেভাবে সিনেমা ফেরি করে বেড়াতেন, ঠিক সেভাবেই 'সুলতান'কে দেখানো হচ্ছে বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে। ভবিষ্যতে এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান শিমুল।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।